মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের নব-নিযুক্ত সরকারদলীয় হুইপ, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিনকে জুড়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাঙ্গিরাই ত্রিমোহনীতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুড়ী উপজেলার সর্বস্থরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞ জানিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। সংবর্ধনার পূর্বে পাঁচশতাধিক মোটরসাইকেল ও গাড়ীরবহর সহকারে দলীয় নেতাকর্মীরা কুলাউড়া থেকে তাঁকে বরণ করে জুড়ীতে নিয়ে আসেন।