কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরতলীর জুগিয়া এলাকার তিন ভাইয়ের একই দিনে বিয়ে সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারী শুক্রবার ধুমধামের সাথে মহাসিন আলী, মুকুল হোসেন ও বকুল হোসেন নামে ৩ ভাই ৩ এলাকায় বিয়ে করেন। মহাসিন কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলায়, মুকুল রাজবাড়ির পাংশায় ও বকুল মিরপুর উপজেলার পোড়াদহ বিয়ে করেন। বরের পারিবারিক সুত্রে জানা গেছে, জুগিয়া এলাকার মৃত হোসেন আলীর ছয় ছেলে ও দুই মেয়ে। ১৬ বছর আগে দুই বোনের একই দিনে বিয়ে হয়। তবে বাকি বড় তিন ভাইয়ের পৃথক দিনে হয়েছে।

গতকাল সকালে তিন বরের গাড়িসহ পৃথক ভাবে ২শ জন বরযাত্রী নিয়ে তিন কনের বাড়িতে যায়। বিকেল সাড়ে পাচটার দিকে তারা কুষ্টিয়া পৌরসভায় এক হয়। এক সাথে তিন বরযাত্রীর গাড়ি বাদ্যযন্ত্র বাজিয়ে শহর প্রদিক্ষণ করে জুগিয়ার বাড়িতে চলে যায়। বরদের দুলাভাই সাদিকুর রহমান বলেন, পারিবারিক সিদ্ধান্তমতে তাদের বিয়ে দেয়া হয়েছে। এটি একটি একান্নবর্তী পরিবার।
