কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলান গ্রামে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ট অফিসার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গলান গ্রামে অভিযান চালিয়ে ফারুক (৩৬) ও ইউসুফ (৩৫) কে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পুলিশ তার বাড়ির একটি কক্ষ থেকে এ ইয়াবা উদ্ধার করে। ফারুক গলান গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। আর ইউসুফের বাড়ি টঙ্গীর মরকুনে। তার বাবার নাম মো. জয়নাল আবেদীন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।