স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, উন্নয়নশীল বিশ্বে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় বাংলাদেশ এখন এগিয়ে। বর্তমানে বিশটি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গতিশীল – অগ্রণী ভূমিকার কারনে। সেদিন আর বেশি দুরে নয়, যেদিন বাংলাদেশ ‘ডবল প্রমোশন’ নিয়ে উন্নয়নশীল বিশ্বে শ্রেষ্ঠত্বের শীর্ষে অবস্থান করবে। তিনি ১ ফেব্র“য়ারী শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুঃস্থ্য, প্রতিবন্ধি, অগ্নিকান্ড ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারনেই বিদ্যুৎ সমস্যার পুরোপুরি সমাধান না হলেও বিদ্যুৎ ব্যবস্থাপনায় যথেষ্ঠ অগ্রগতি সাধিত হয়েছে। দেশে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা লাঘব করা হয়েছে। কৃষি ও খাদ্য সমস্যা দূর করার মাধ্যমে উত্তরাঞ্চলসহ সারাদেশ থেকে আজ ‘মঙ্গা’ দূর হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরী নির্ধারণ সাপেক্ষে তা কার্যকর করা হয়েছে। তিনি বলেন, বিশ্বে এমন নজীর কোথাও নেই যে, কোন দেশের স্বয়ং প্রধানমন্ত্রী মালিকদের সাথে দর-কষাকষি করে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের নামে প্রায় ৪ মাস জ্বালাও-পোড়াও ও হত্যার রাজনীতি আওয়ামী লীগ একাত্তরের গেরিলা যুদ্ধের মতো মোকাবেলা করে জয়ী হয়েছে। তাদের লাগাতার ওই সব কর্মসূচীর মধ্যেও কৃষকদের দ্বোরগোড়ায় সার,কীটনাশক ও জ্বালানী পৌছে দেয়ার পাশাপাশি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লেডি লাদেন ও তারেক জিয়াকে জুনিয়র লাদেন উলেখ করে তিনি বলেন, লাদেন যেভাবে পাকিস্তানে আশ্রয় নিয়ে গোপন ভিডিও বার্তার মাধ্যমে সন্ত্রাস কায়েম করেছিল, ৫ জানুয়ারী নির্বাচন বানচাল করতে, দেশকে ছাড়-খার করতে লেডি লাদেন আর লন্ডনে বসে জুনিয়র লাদেন তারেক একই পথ বেছে নিয়েছিলেন। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যারা জনগনের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে জনগন তাদের প্রত্যাখ্যান করেছেন। আগামীতেও প্রত্যাখ্যান করবে। রাজাকার আর তাদের দোসরদের নাকে খত দিয়ে আত্মসর্মপন করতেই হবে। তিনি দশ ট্রাক অস্ত্র মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ওই ঘটনায় তৎকালীন প্রধান মন্ত্রী খালেদা জিয়াও দায়-দায়িত্ব এড়াতে পারেন না। কারন ওই সময় বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেও পূর্ণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন স্বয়ং প্রধান মন্ত্রী।
নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, খন্দকার নজরুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম আধার, বশিরুল ইসলাম শেলু, গোলাম রব্বানী প্রমুখ। এর আগে কৃষিমন্ত্রী দুপুরে একইভাবে নালিতাবাড়ী উপজেলায় অনুদানের চেক বিতরণ করেন। ওই পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ীর ইউএনও মাহবুবা আইরিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু।
