পেকুয়া (কক্সকাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। পেকুয়া উপজেলা নির্বাচন কমিশনের অফিস সূত্রে জানাগেছে ৩০ জানুয়ারী পর্যন্ত মোট ৭ ব্যক্তিই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে জামাত নেতা নুরুজ্জামান মঞ্জু ও সাংবাদিক ফারুখ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী ও মহিলাদল উপজেলা সহ সভাপতি লুৎফা হায়দার রণি মনোনয়ন ফরম সংগ্র করেন।
