মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় শুক্রবার সকাল সাড়ে ১১টায় রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।
কুলাউড়া সিবার্ড কেজি স্কুল প্রাঙ্গনে রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের নির্বাহী সদস্য এডভোকেট এটিএম মান্নানের সভাপতিত্বে ও রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের আজীবন সদস্য কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শের পরিচালনায় অনুষ্টিত শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি শীতবস্ত্রসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেআর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালীরা আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসলে তারা উপকৃত হবে। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিবার্ড কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহিদ ।
পরে প্রধান অতিথি মোহাম্মদ শামছুল ইসলাম আর্তমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্টান রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরন করেন।
