সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাবলু র্যাব এর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও একটি শর্টগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত বাবলু সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র। তার বিরুদ্ধে সাইফুল হত্যা মামলা ছাড়াও আরও ২টা হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি কমান্ডার (এএসপি) অশোক কুমার পাল জানান, সিরাজগঞ্জ শহরের কাটাওয়াপদার চায়না হারবার বালির পয়েন্টে জেলার কিছু শীর্ষ সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করতে একত্রিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঐ এলাকায় যায়। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের প্রায় পনের মিনিটের বন্দুকযুদ্ধে বাবলু নামে এক সন্ত্রাসী নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শর্টগান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
