স্টাফ রিপোর্টার : বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা উত্তর শেরপুর ভেন্যুর খেলা ৩০ জানুয়ারী বৃহ্পতিবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় নরসিংদী জেলা দল ৫ উইকেটে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে জেলা প্রশাসাক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্ধারিত ৪৫ ওভারের খেলায় সকালে টস জিতে ময়মনসিংহ জেলা ব্যাট করতে নেমে ২৫.২ ওভারে ৭৮ রান করে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে নরসিংদী জেলা ২৬.৫ ওভারে ৫ উইকেটে ৮৪ রান তুলে জয়ী হয়। নরসিংদীর পক্ষে উদ্বোধনী বোলার হোসেন আলী ২৯ রানে ৫ উইকেট লাভ করে। শেরপুর ভেন্যুতে ৬ দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকা বিভাগের ৪ টি জেলা দল ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা প্রতিদ্ব›িদ্বতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : ময়মনসিংহ জেলা- ৭৯/১০, ২৫.২ ওভার (আরাফাত আকাশ ১৬, সাইদুর ১০, অতি: ২০, হোনে আলী ৫/২৯, রাসেল ২/৮, উদয় ২/১৩), নরসিংদী জেলা-৮৪/৫, ২৬.৫ ওভার (পাপন ১৮, সাইফ ১২, সানি ১২, অতি: ২১, মতিন লিয়ন ২/১৮)। ফলাফল : নরসিংদী জেলা ৫ উইকেটে জয়ী।
