নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বাংলাদেশ এ্যাওয়ার্ড কিন্ডার গার্টেন এসোসিশনের বৃত্তিপরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে। ৩০শে জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের নিকট উক্ত ফলাফল হস্তান্তর করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার আ.কাইয়ুম, বাংলাদেশ এ্যাওয়ার্ড কিন্ডার গার্টেন এসোসিশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা মতিন, ভাইস চেয়ারম্যান খন্দকার আলী রেজা, মহাসচিব আ.হাই ঠান্ডু ও অধ্যক্ষ কামাল উদ্দিন প্রমুখ।

নন্দীগ্রামে ৬ জন গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলীর নির্দেশনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। ২৯শে জানুয়ারি বিকেল পৌনে ৫ টায় কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গুলিয়া কৃষ্ণপুর থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে তাইজুল ইসলাম মিঠু (৩৫) ও আদমদীঘি উপজেলার কয়ারকুঞ্চি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাসিব সিদ্দিক হিরো (৩০) কে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। ওই ব্যাপারে থানায় মামলা হয়েছে। এছাড়াও আরো ৪ জন মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ২জন আহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ২জন আহত হয়েছে। জানা গেছে, ৩০শে জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় রাজশাহী থেকে বগুড়াগামী স্লিকসিটি বাসের চাপায় মোটরসাইকেল যাত্রী নন্দীগ্রাম উপজেলার আইলপুনিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোক্তাদুর রহমান মারুফ ও পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের কোরবান আলীর ছেলে আ.আহাদ সুজন গুরুতর আহত হয়।
