দিঘলিয়া ( খুলনা) প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এম. সাইফুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান শরিফ মোজাম্মেল হোসেন, ও কোহিনুর বেগম বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার ষ্টার জুট মিলস্ ১ নং গেট, ২নং গেট, সেনহাটী পূর্ব পাড়া, চন্দনীমহল, পিপলস জুট মিলস্ খেয়াঘাট, সেনহাটী বাজার, ফরমাইজখানা, ও দৌলতপুর খেয়াঘাট এলাকায় গন সংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন থানা বিএনপি‘র সাধারন সম্পাদক আঃ রকিব মলিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, মোল্যা আঃ রহমান, মাওঃ নাসির উদ্দিন, আঃ হালিম মোলিক, গাজী মোঃ মাছুম, শেখ মোসলেম উদ্দিন, এবিএম ওয়াহিদুজ্জামান রানা, মোঃ বিলায়েত হোসেন, আবু হানিফ, ওয়াহিদুজ্জামান খোকন, সোলায়মান হোসেন, সৈয়দ রাশেদুজ্জামান, মোঃ কামাল হোসেন, কুদরতÑইÑএলাহী স্পিকার, হুমায়ন কবির, মলিক নাসির উদ্দিন, শহিদ খান, মোলা তাজুল ইসলাম, মোঃ আলী টুটুল, সাইফুলাহ মানছুর, মতিয়ুউ মুরছালিন বুলবুল, আঃ জলিল, রবিউল ইসলাম, লিয়াকত হোসেন, বাদশা মলিক, শুভ, মামুন লস্কর, মিঠু মোল্যা, মনিরুল গাজী, আঃ জলিল রনি, কামাল হোসেন, আঃ রহিম, আরিফ খান, আবুল বাসার, ইব্রাহিম খলিল, নহিদ মোল্যা প্রমুখ।
অপরদিকে গাজীর হাট ইউনিয়নে ১৯ দলীয় জোটের প্রার্থীর পক্ষে গাজীর হাট ইউনিয়ন কমিটির উদ্যোগে সকাল ১১ টায় আমবারিয়া স্কুল মাঠে বাবু রাম প্রসাদ অধিকারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোল্যা সরোয়ার হোসেন, মোল্যা বিলাল হোসন, মোল্যা নাজমুল হক, গাজী জাকির হোসেন, মোল্যা মনিরুজ্জামান, আবু ওহিদ বিশ্বাস, শফি উদ্দিন শাফি, খোকন হালদার, সুলতান মাহমুদ লালটু প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে মোল্যা বিলাল হোসেনকে প্রধান সমন্বয়কারী এবং বাবু রাম প্রসাদ অধিকারিকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট গাজীর হাট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।