তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের নবীনবরণ আনুষ্ঠান উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারী বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অন্ঠুান চলে। এতে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাইদুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজেদা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেকায়েপ প্রকল্পের সহকারী পরিচালক ডক্টর সুজন কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।
সভায় উপস্থিত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবেদা সুলতানা, সহকারি শিক্ষক বকুল হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদায় ছাত্রীদেরকে কলমসহ বিভিন্ন উপহার ও ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এর আগে নবীনদেরকে একটি করে ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়।