তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবী ও ১৯ মটরযান হতে ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ইউএনও নিজে ভ্রাম্যমান আদালত বসিয়ে এসব রায় ঘোষনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোলাপাড়া গ্রামের আবুল হোসেন ও শরিফুল সরদার চোলায়মদ পান করার অপরাধে ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ মাস করে স্বশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া ওই একই দিনে উপজেলার ছাঐড় গ্রামের আয়েন উদ্দিন উপজেলা ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে তার ৫০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার তানোর থানা মোড়ে ইউএনও নিজে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মটরযান পরিচালনা করার অপরাধে ১৮টি মটরসাইকেল ও একটি মাইক্রোবাস চালকদের ৫ হাজার ৭০০ টাকা জরিমান আদায় করেন।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন জানান, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মরটযান চালানো, প্রকাশ্যে ধুমপান ও চোলাইমদ পান করার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে।
