ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ৪২ ভরি চোরাই স্বর্ণসহ ২ জনকে গ্রফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামের নেতৃত্বে ‘নলছিটি জুয়েলার্সে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে ওমর ফারুক ওরফে সাকিব কে বরিশাল থেকে গ্রফতার করে পুলিশ। সাকিবের স্বীকারোক্তি অনুযায়ী নলছিটি শহরের গৌতম কুমার কর্মকারের ‘নলছিটি জুয়েলার্স থেকে ৪২ ভরি স্বর্ণ উদ্ধার ও গৌতমকে গ্রেপ্তার করা হয়। গৌতম পুলিশকে জানায়, তার কাছে ৪২ ভরি সোনা রেখে ১০ লাখ টাকা নেয় শাকিব।

উলেখ্য, ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি সড়কের ব্যবসায়ী শামসুল আলম সরদারের বাসা থেকে গত বছরের ২২ ডিসেম্বর রাতে সাড়ে ৭৩ ভরি সোনা চুরি হয়। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
