কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আবারও বেপরোয়া লড়ি ড্রাইভিং-এ বলি হলো আরেকটি তাজা প্রানের। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে একটি লড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-জাঙ্গালিয়া সড়কের কোশাগাড়া ব্রীজের উত্তর পার্শ্বে বালু বোঝাই একটি লড়ি কালীগঞ্জ থেকে জাঙ্গালিয়া যাওয়ার পথে লড়ি চালকের বেপরোয়াভাবে ড্রাইভিং এর কারণে জাঙ্গালিয়া থেকে কালীগঞ্জ বাজারে আসা মোটরসাইকেল আরোহী প্রবাসী মো. আল-আমিন (৪৫) লড়ির চাকায় পিষ্ট হলে স্থানীয় লোকজনের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। নিহত প্রবাসী মো. আল আমিন জাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দিন পালোয়ানের পুত্র।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন লড়ি ড্রাইভারদের বেপরোয়াভাবে গাড়ী চালনায় বেশ কয়েকটি তাজা প্রাণের মর্মান্তিক মৃত্যু হলেও কমছে না মৃত্যুর সংখ্যা। বরং দিনকে দিন তা বেড়েই চলছে লাগামহীনভাবে।
