কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করছেন কুষ্টিয়া সদর যুবদলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক দানবীর জাহিদুল ইসলাম বিপ্লব। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলাম বিমলের ছেলে। যিনি কয়েক কাঠা জমি বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে লিখে দিয়েছেন। তরুণ এই নেতৃত্ব দীর্ঘ ১৭বছর বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সাথে জড়িত। তিনি আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বলভপুর-আলমডাঙ্গা সড়ক নির্বাচনে এই পরিবারের রয়েছে বিশেষ অবদান। তিনি স্কুল-কলেজ মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। বর্তমানে তিনি থ্রিষ্টার এগ্রো ইন্ডাষ্ট্রিজ, মেসার্স থ্রি-ষ্টার অটোমেটিক রাইচ মিল, মেসার্স জেড ইসলাম বিল্ডার্স এবং মেসার্স বিআই ব্রিকস এর ম্যানেজিং পার্টনার। এসকল প্রতিষ্ঠানে শতশত বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের নির্বাচনে আমি সম্পূর্ন ভাবে আমার বিজয়ের ব্যাপারে আশাবাদি। কারণ আমার সাথে শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজপথের সৈনিক ও জনগন রয়েছে। আমি কোন কালো টাকার কাছে মাথানত করিনা। তিনি আরো বলেন, হঠাৎ উড়ে আসা কালো টাকার কতিপয় ব্যাক্তি বিএনপি’র সমর্থক নামধারী প্রার্থী হয়ে অবৈধভাবে কালো টাকা ছড়িয়ে চলেছে। জনগন এ কালো টাকার বিরুদ্ধে সোচ্চার। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট নির্মাণসহ জনগণের পরামর্শে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি উন্নতমানের সমৃদ্ধশীল সদর উপজেলা গড়ে তুলতে সচেষ্ট থাকবো। তিনি বলেন আমার পিতা একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থধারনয় ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। তিনি ও উপজেলা নির্বাচন করেছিলেন। কোন্দলের কারনে সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন। এবার ইনশাআলাহ জনগন আমার সাথে থেকে আমার বিজয় ছিনিয়ে আনবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, নির্বাচিত হলে উপজেলার জনগনের মতামতের ভিত্তিতে সকল প্রকার উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করব। উপজেলার হত-দরিদ্র পরিবারকে সরকারী ভাবে বরাদ্দ কৃত ভিজিডি, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ দারিদ্রতা দূরীকরণের জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমি সব সময় কুষ্টিয়া সদর উপজেলার সর্বস্তরের মানুষের সাথে ছিলাম, কুষ্টিয়াবাসীর সাথে থেকে সকল উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যেতে চাই এজন্য সকলের কাছে দোয়া কামনা করে ভেট প্রার্থনা করেন।