ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুরে সোনালী ব্যাংক লিমিটেড ইসলামপুর শাখার উদ্যোগে ২৯ জানুয়ারী বুধবার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল ও গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে হত দরিদ্রদের মাঝে ২১০ জন শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস জামালপুর জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস জামালপুর জেলা সহকারী জেনারেল ম্যানেজার জাকির হোসেন, সরদার গোলাম কিবরিয়া, ইসলামপুর বাজার শাখা ম্যানেজার মোহাম্মদ আলী শাহ্, সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুল আমীন ও এমপ্লইজ ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চাঁন প্রমুখ।
