আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ড্রেজার মেশিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় প্রশানের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে চাঁত্রিশিরা গ্রামের জেন্নাত আলী সিকদারের পুত্র বালু ব্যবসায়ী আবুল সিকদার, একই গ্রামের ওহাব আলী বকতিয়ারের পুত্র বাবুল বকতিয়ার ও পাশ্ববর্তী খাজুরিয়া গ্রামের ইমাম মজ্জম মিয়ার পুত্র নিজাম মিয়া দীর্ঘদিন থেকে পয়সারহাট ব্রীজ সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। খবর পেয়ে থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বালু ব্যবসায়ী ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ নদী থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করে। এ ঘটনায় থানার এ.এস.আই আবু সাঈদ বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
