হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মো. সুজন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ২৭ জানুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলার টান সিদলা গ্রামের মোঃ মোছলেম উদ্দিনের মেয়ে হেপি আক্তারকে (১৫) একই গ্রামের আব্দুল সোবহানের ছেলে সুজন মিয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে প¦ার্শবর্তী পানের বরজের ভিতর জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা আনোয়ারা খাতুন বাদী হয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ১০ তাং-২৮/০১/১৪ ইং) করেন।
এ ব্যাপারে ওসি মীর মোশাররফ হোসেন জানান, স্কুলছাত্রী ধর্ষনের আসামী সুজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
