যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর মসজিদের সামনে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার দুপুরে ওই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস (ময়মনসিংহ-জ-১৪০০১০) নড়াইল গামী যাত্রাবাহী নসিমনের সাথে মুখোমুখিু সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই শ্রীরামপুর গ্রামের মনসের মোল্লার পুত্র হাবিবুর রহমান(১২) ও সিরাজ উদ্দীনের পুত্র আব্দুল গফুর (১৮) এবং হাসপাতলে নেয়ার পথে একই গ্রামের মাজেদ সরদারের পুত্র রুবেল (১৪) মারা যান। নিহত রুবেল নসিমন চালক ও অপর দু‘জন নসিমনের যাত্রী ছিলেন। এ ঘটনায় স্থানীয় জনতা যশোর-নড়ইল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় বাসচালক পালিয়ে যায়। প্রসাশনের সহায়তায় প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় শ্রীরামপুর গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
