মৌলভীবাজার প্রতিনিধি : সিলেটে প্রকাশ্যে ধুমপানের ঘটনায় দু:খ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মন্ত্রী সৈয়দ মহসীন আলী। ২৮জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় নিজ বাসায় সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে ক্ষমা চান সমাজকল্যান মন্ত্রী। এসময় তিনি বলেন, অবচেতন মনে তিনি গতকাল সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রকাশ্যে ধুমপান করে ফেলেছেন। এ ঘটনার জন্য সকলের নিকট দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। তাঁর এ আতœ উপলব্ধিকে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

উলেখ্য, ২৭ জানুয়ারি সোমবার সিলেটে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে মঞ্চে বসে ধুমপান করলে গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হয়।
