বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জে পলীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাবুগঞ্জ উপজেলার দক্ষিন ভূতেরদিয়া গ্রামের মোঃ জালাল খানের ঘরে গতকাল দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়।মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তি বারেক খান ও ইব্রাহিম খানের বসতঘরে ছড়িয়ে পড়ে।এসময় বাড়ীর লোকজনদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি ও কাঁদা মেরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।অগ্নিকান্ডে ৩টি বসতঘরের অধিকাংশই ক্ষতিগ্রাস্ত হয়েছে।আগুন নেভাতে গিয়ে হাত পা কেটে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়েছে।অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।