আমিনুল ইসলাম, পিরোজপুর : উপজেলা পরিষদ নিবার্চনের তফসিল ঘোষণার সাথে সাথে নাজিরপুর উপজেলার সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটির প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সমর্থন চাইছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছ থেকে। মসজিদ মন্দিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের কাছে দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রæতি। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আগাম চলছে ভোটের হিসাব নিকাশ। পাড়া মহল্লা ও চায়ের দোকানে দিনরাত ভোটারদের পছন্দমত প্রার্থী নিয়ে একে-অপরের গল্প নিয়ে চলছে লড়াই। বিগত সময় জন সাধারণের কাছে কার কি ভূমিকা ছিল এ নিয়েই সর্বত্র চলছে জল্পনা কল্পনা। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গণনা হবে এ উপজেলায়।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য তালিকায় রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন খান, বিএনপির সম্ভাব্য তালিকায় জেলা বিএনপির সিনিঃ সহ- সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান দুলাল, জেলা বিএনপি সাবেক সদস্য হাজী শফিকুল আলম মানিক, জাতীয় পার্টির সম্ভাব্য তালিকায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার ও শিল্পী হায়দার আলী।
ভাইস- চেয়ারম্যান পদে শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, যুবলীগ নেতা মাছুম ফরাজী, উপজেলা যুবদলের সিনিঃ সহ-সভাপতি শ ম রেজাউল করিম, মহিলা ভাইস- চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নমিতা রানী মিস্ত্রী, বিএনপি নেত্রী সেলিনা বেগম ।
