ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের উত্তর বারবাকপুর গ্রামে শালিশ বৈঠকে যাওয়ার জন্য ডাকতে গেলে রুবেল হোসেন মৃধা (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষরা। এ সময় তার বোন স্কুলছাত্রী তানিয়া ইয়াসমিন (১৪) কেও কুপিয়ে জখম করা হয়। গত সোমবার সকালের এ ঘটনায় আহত হয়ে রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মারা যান। তিনি ওই গ্রামের আবুল বাসার মৃধার ছেলে ও কাঠালিয়া পিজিএস বহুমুখি কারিগরি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সাথে জড়িত শাহজালালকে গ্রেফতার করেছে পুলিশ।
