স্টাফ রিপোর্টার : চ্যানেল নাইনে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুজন সেন। ২৭ জানুয়ারী সোমবার সন্ধ্যায় চ্যানেল নাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান এনডিসি,পিএসসি (অব:) এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানে ওই নিয়োগপত্র প্রদান করেন। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারী দিনব্যাপী দেশের ৬৪ জেলা থেকে আগত জেলা প্রতিনিধি ও বিভাগীয় শহরে নিয়োগপ্রাপ্ত ক্যামেরাম্যানদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আগামী ফেব্র“য়ারী মাস থেকে চ্যানেল নাইনে যোগ হচ্ছে প্রতি ঘন্টায় সংবাদ বুলেটিনের পাশাপাশি অবিরাম সংবাদ প্রচার। উলেখ্য, সুজন সেন অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকায় শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করেন।
