তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সদরের দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে গোমতীর চরে উচু মাটির আইল কাটতে গিয়ে মাটির চাপাঁয় রায়হান (১৬) নামের এক দিনমজুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন দিনমজুর। মঙ্গলবার ভোররাত পৌণে ৪ টায় মাটি চাপাঁ পড়ে ৫ জন দিনমজুর আহত হয়। বেলা ১১ টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনমজুর রায়হানের মৃত্যু হয়। নিহত দিনমজুর রায়হান দিনাজপুর জেলার ভিরল উপজেলার জগতপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। আহত ৫ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দিনাজপুর জেলার ভিরল উপজেলার জগতপুর গ্রামের মানিক (২৫) ও ফরহাদুল (৩৩) । আহতরা কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দিনমজুর সাইফুল জানান, তারা দিনাজপুর জেলার ১৬ জন দিনমজুর কুমিল্লা সদরের দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় ইয়াকুব মিয়ার অধীনে গোমতী নদীর আইলের মাটি কাটার কাজ করছিলেন। মঙ্গলবার ভোররাতে গোমতী নদীর আইলের উচু মাটি কাটার সময় মাটির একটি বড় দলা ৫ জনের উপরে পড়লে তাদেরকে উদ্ধার করে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, এ বিষয়ে আমরা এখনো অবগত নই। খোজঁখবর নিয়ে দেখছি।
