তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা নিয়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার উপজেলার বাগমারার হলদিয়া গ্রামে রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়ে রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রোটাঃ কৌশিক আহমেদ (বশির) পিএইচএফ, এমসি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিব রাহমান, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।স্কুলের পরিচালনা কমিটির সভাপতি রোটাঃ আবু তাহের রনির প্রাঞ্জল উপস্থাপনায় উক্ত স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন – আদর্শ সদর উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ও রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ গোলাম শাহজাহান আরএফএসএম, সহ-সভাপতি রোটাঃ সৈয়দ হেলাল উদ্দিন, ডাইরেক্টর এডমিন রোটাঃ মো: আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক রোটাঃ মো: হাবিবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মো: হাফিজুল ইসলাম প্রমুখ। উক্ত স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে রোটাঃ কৌশিক আহমেদের সৌজন্যে রোটাঃ ডা. গোলাম শাহজাহানের লেখা একটি মনোজ্ঞ হাতপত্র বিতরণ করা হয়। অতিথিগণ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ে অংশগ্রহন মূলক প্রাণবন্ত উপস্থাপনা করেন। কিশোর-কিশোরীদের সক্রিয় অংশগ্রহনে এই স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে শিক্ষক ও অভিভাবকগন জানান। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী এই স্কুলের মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অনুমতিপত্রও এই কার্যক্রম চলাকালীন সময়ে আসায় পুরো স্কুলে জুড়ে এক আনন্দের বন্যা বয়ে যায়। রোটারী ক্লাব প্রত্যন্ত অঞ্চলের উক্ত হলদিয়া গ্রামে হত-দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে এবং দরিদ্র শিশু,কিশোর ও কিশোরীদের শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলস সক্রিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
