তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম নওয়া বাজার এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় ট্রাক চালকসহ ২ শিশু আহত হয়েছে বলে জানা গেছে। ২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার সদর উপজেলার সমুগঞ্জ গ্রামের কুদ্দুছ আলীর স্ত্রী হালিমা বেগম (৬০) ও তার ছেলে মোস্তফা (৩৫)।
পূর্বাঞ্চলীয় হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, সকাল সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক মহাসড়কে ওভারটেকিংয়ের সময় সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে উভয় গাড়ির সংঘর্ষে ট্রাকে থাকা দুই যাত্রী নিহত হন। এসময় ট্রাক চালকসহ দুই শিশু যাত্রী আহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
