কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শিশুমেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্ত¡র মাঠে উপাধ্যক্ষ শোভনা দাসের পরিচালনায় শিশুমেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ আবিদা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, মৎস অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী প্রমূখ। প্রতিযোগীতা শেষে শিশুমেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
