কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া ও সোনাবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে পৃথক দুই ভ্যেনুতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড়, দীর্ঘলাফ, চকলেট দৌড়, মোরগ লড়াই, স্মৃতি পরীক্ষা, ভারসাম্য দৌড়, বালতিতে বল নিক্ষেপ, রশ্মি ঘুরানো, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজো, উচ্চলাফ, রিলে রেইচ, অংক দৌড় প্রভৃতি। কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮টি স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ডে অংশ নেয়। সেখানে কলারোয়া, শ্রীপতিপুর, তুলশীডাঙ্গা, গোপিনাথপুর, ঝিকরা, মুরারিকাটির দুটি ও মির্জাপুর স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা খেলায় অংশ নেয়। পরে সেখানে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, রাফেজা বানু, রেহেনা বেগম, সুদর্শন কুমার, ওসমান গণি, আহসানুল্যাহ, নবকুমার, আতাউর রহমান, ফেরদৌসি পরভীন, তহমিনা সুলতানা, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রবিউল ইসলাম। এদিকে, উপজেলার সোনাবাড়িয়া স্কুল মাঠ ভেন্যুতে একই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আতাউর রহমান লাভলু, অধ্যাপক জিয়াউল হক, প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক প্রমুখ। সেখানে সোনাবাড়িয়া, রাজপুর, বড়ালী, রামকৃষ্ণপুর, ভাদিয়ালী, পূর্ব ভাদিয়ালী, উত্তর ভাদিয়ালী, দক্ষিণ ভাদিয়ালী, বেলী, শ্রীরামপুর, উত্তর সোনাবাড়ীয়া ও মাদরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। বিকেলে ২য় পর্বে কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, চিত্রাঙ্কন, দেশত্ববোধক গান, পল্লিগীতি, নৃত্য, সুন্দর হাতের লেখা, ছড়া গান প্রভৃতি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ওই প্রতিযোগিতা পরিচালনা করেন প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক ও সহকারি শিক্ষক রবিউল ইসলাম। এদিকে, উপজেলার সিংগা হাইস্কুল মাঠের ভেন্যুতে একই প্রতিযোগিতায় কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়।
কলারোয়ার চন্দনপুরে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা
কলারোয়ার চন্দনপুরে শিশু সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দিনভর চন্দনপুর হাইস্কুল চত্বরে স্কুল ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে মিচিং চাইল্ড এলার্ট প্রোজেক্ট আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক মমতাজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি শাহ দারা খাঁন পিপিএম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.হামিদ, এনজিও কর্মকর্তা হারুনর রশীদ, প্রাক্তন শিক্ষক আবু জাফর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.রহমান, অলোক কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রাজু আহম্মেদ ও এনজিও কর্মকর্তা মাহমুদুল হাসান।
কলারোয়ার সোনাবাড়িয়ায় মানব পাচার প্রতিরোধে নাটক মঞ্চস্থ
কলারোয়ার সোনাবাড়িয়ায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক পথনাটক ‘এবং কালো মানুষ’ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে সাতক্ষীরা প্রগতি নাট্যদলের পরিবেশনায় ওই নাটকটি মঞ্চস্থ করা হয়। কিউসের আর্থিক সহায়তায় ও মানবাধিকার সংস্থা রাইটস্ যশোরের আয়োজনে স্থানীয় সাজেদা নারী উন্নয়ন পরিষদের সহযোগীতায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, রাইটস্ যশোরের তথ্যানুসন্ধান কর্মকর্তা বজলুর রহমান, সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা আকতার হেনা, সাংবাদিক আবু রায়হান মিকাঈল প্রমূখ।