আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে বুধবার সাপ্তাহিক বাজারের দিন ধান-চালের হাটবাজার বসায় নাকাল হচ্ছে জনসাধারণ। বাজারের দিন বসছে ধান-চালের হাটবাজার। হাটের জায়গা না থাকায় বাধ্য হয়ে ক্রেতা ও বিক্রেতারা মহাসড়কের ওপরই বসে বেচাকেনা করছেন। ট্রাক দাঁড় করিয়ে ধান-চাল লোড করার কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হচ্ছে।
এ কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় নির্ধারিত গন্তব্যে যেতে। পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, হাটবাজারের জায়গার অভাবেই মূলত ধানচালের হাটবাজার বসছে সড়কের কিছু অংশ জুড়ে। তবে হাটের জায়গার স্থান পাওয়া গেলেই হাটটি সড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল হক পিপি এম বলেন বলেন, সড়কের ওপর হাটবাজার বসার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। আর এসব যানজট সরাতে গিয়ে পুলিশকে বেশি সময় দিতে হচ্ছে সড়কের ওপরই।