আমতলী প্রতিনিধি : তফসিল ঘোষনার পূর্বেই উপজেলা নির্বাচনকে ঘিরে আমতলীতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থীরা তৃনমূল নেতাকর্মীদের সাথে বিভিন্ন ভাবে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন । অনেক প্রার্থী এরই মধ্যে ভোটারদের সাথে কুশল এবং মতবিনিময় ছাড়াও নিজের প্রার্থীতার বিষয়ে সরাসরি ভোটারদের মতামত নিচ্ছেন। এ পর্যন্ত ৬ জনবিএনপি দলীয় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে
তারা হচ্ছেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিন ফকির সম্পাদক মো. জহিরুল ইসলাম মামুন. চাওড়া ইউপির সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য ও চাওড়া কারিগরি কৃষি কলেজের প্রতিষ্টাতা এ্যাডঃ মো. মহসিন।
সুপ্রিম কোর্টের আইনজীবি বরগুনা জেলা বিএনপির সদস্য এ্যাডঃ গাজীমো. তৌহিদুল ইসলাম,বরগুনা জেলা ড্যাব সভাপতি ডাঃ আঃ খালেক নিজাম.বকুল নেছা মহিলা কলেজের প্রতিষ্টাতা আলহাজ্ব মকবুল আহমেদ মৃধা,
সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আমতলী উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। ২য় দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা।
