শ্যামলবাংলা ডেস্ক : ৩ দিনের মাথায় কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখায় লুটের ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করেছে র্যাব। ২৮ জানুয়ারী মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামপুর থেকে লুট হওয়া টাকাসহ ঘটনার নায়ক হাবিব ওরফে সোহেল ও তার সহযোগী ইদ্রিস মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের র্যাবের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৫ বস্তা টাকা র্যাব কার্যালয়ে গোনা হয়।

সংবাদ সম্মেলনে র্যাবের মহা-পরিচালক মোখলেছুর রহমান জানান, গ্রেফতারকৃত সোহেলের কাছ থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করেছে র্যাব। বাকি টাকা কোথায় আছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে।
ওই সময় তিনি বলেন, কিছু অপরাধ আছে গোটা সমাজকে নাড়া দেয়। ব্যাংক লুটের ঘটনায় দেশের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এ ঘটনার সঙ্গে সঙ্গে র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযানে ২ জন ধরা পড়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে তদন্ত হবে। এছাড়া ওই ঘটনায় জড়িত বাকিদেরও খুঁজে বের করা হবে। প্রায় ২ বছর সময় নিয়ে ব্যাংক লুটের ঘটনা ঘটানো হয়েছে বলেও জানান তিনি।
উলেখ্য, সংঘবদ্ধ একটি দল ৩০ ফুট সুড়ঙ্গ কেটে কিশোরগঞ্জের রথখোলা এলাকায় পাশের ভবন থেকে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে। ২৬ জানুয়ারী রবিবার দুপুরে ব্যাংকের প্রধান শাখায় ওই ঘটনাটি ধরা পড়ে।
