স্টাফ রিপোর্টার : শেরপুরের সাদিয়া ফারজানা লিয়া ২০১৩ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় মেয়েদের মধ্যে পঞ্চম স্থান লাভ করেছে।

শেরপুর শহরের গোপালবাড়ি মহল্লার মরহুম কামরুজ্জামান মাস্টার ও লুৎফননেছা সালমার একমাত্র কন্যা লিয়া সদর উপজেলার কুমরীকাটাজান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও সে শহরের ইউনাইটেট স্কুলের শিক্ষার্থী ছিল। তার মা ঝিনাইগাতী মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক।
লিয়া পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। লিয়া তার ওই সাফল্যে সদ্য প্রয়াত বাবা ও মা‘র পাশা-পাশি ইউনাইটেড স্কুলের শিক্ষকদের বিশেষ করে প্রধান শিক্ষক খোরশেদ আলম রিপনের প্রতি কৃতজ্ঞ। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এজন্য সে সকলের দোয়া প্রার্থী ।
