ইয়ানুর রহমান : যশোরের অভয়নগরে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে স্থানীয় সন্ত্রাসী রবিউল ইসলাম (৩২) নিহত হয়েছে। সোমবার রাত ২টায় উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। বন্দুকযুদ্ধের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন কনেষ্টবল আহত হয়েছে। নিহত রবিউল একই উপজেলার মাগুরা গ্রামের আব্দুর রবের পুত্র।
অভয়নগর থানার ওসি খবির উদ্দিন জানান, রবিউল ছিলেন মেজবা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তাকে সোমবার দুপুরে আটক করে যৌথবাহিনী। রাত ২টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য থানা পুলিশকে নিয়ে যৌথবাহিনী উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে রবিউলকে নিয়ে যায়। এ গ্রামের একটি বাশ বাগানে পৌছালে রবিউলের সহযোগীরা যৌথবাহিনীর উপর গুলি চালায়। এ ঘটনায় সেখানে সন্ত্রাসী রবিউল নিহত হয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় এসআই মোক্তার হোসেন ও কনেষ্টবল আনোয়ার হেসেন ও মনিরুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ২রাউন্ড গুলি উদ্ধর করে।
সন্ত্রাসী রবিউলের নামে একধিক মামলা রয়েছে।