ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার ২ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৮, ২০১৪ ৬:০৫ অপরাহ্ণ
কুষ্টিয়ার ২ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

kushtia dckushtia dckushtia dcকুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দু’টি উপজেলার প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দ বেলাল হোসেন, জেলা নির্বাচন অফিসার ফরিদুর রহমানসহ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ত্র“টির কারণে কুষ্টিয়া সদর উপজেলার ২ চেয়ারম্যান প্রার্থী, একজন ভাইস চেয়ারম্যান ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়।
যাচাই-বাছাই পর্ব শুরু কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ প্রার্থীদের মনোনয়নপত্র দিয়ে। এ উপজেলায় ৮ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৪জন ও জামায়াতে ইসলামীর একজন। যাচাই বাছাইকালে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজি সেলিনুর রহমান ও বিএনপি’র সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম ওমর ফারুকের মনোনয়নপত্রে ক্রটি থাকায় প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। বর্তমানে বৈধ প্রার্থীরা হলেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হুসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ এফ এম আমিনুল হক রতন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা যুব দলের যুগ্ন আহবায়ক মহিউদ্দীন চৌধুরী মিলন, সদর উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত জাসদ নেতা জিল­ুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করায় বর্তমানে প্রার্থী রয়েছেন সদর উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবু, ছাত্র লীগের সাবেক নেতা জাকির হোসেন ও কামাল হোসেন। সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সম্পাদিকা শিরিন বানুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করায় বৈধ প্রার্থী রয়েছেন মাত্র দুজন। এরা হলেন বিএনপির মহিলা নেত্রী নিলুফা ইয়াসমিন ও জামায়াত নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফরিদা হুসাইন।
ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির ৩, আওয়ামীলীগের ১ জন ও জাসদের একজন। বৈধ প্রার্থীরা হলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ওরফে আলম মালিথা, ভেড়ামারা উপজেলা জাসাসের সভাপতি শাহাজান আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরুদ্দীন নুরু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দীক, কুষ্টিয়া জেলা জাসদের (ইনু) সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাতীয় পার্টি সমর্থক রুবেল আহমেদ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন চিশ্তিী।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, নুরুল আমিন ও সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী লুৎফুন নেছা, বিএনপি নেত্রী হোসনে আরা এবং ইন্দোনেশিয়া খাতুন, জান্নাতুল খাতুন, আরজিনা বেগম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় দুই উপজেলায় প্রার্থী সংখ্যা দাঁড়ালো ২৯ জন। এ দুই উপজেলায় মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!