ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বরসতী পূঁজো জমিয়ে তুলতে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ২:৩৩ অপরাহ্ণ

4তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : আর মাত্র ৮দিন বাকী বিদ্যাপূজা ওরফে স্বরসতী পূজা। স্বরসতী পূজাকে সামনে রেখে ইতিমধ্যে স্কুল-কলেজে পড়–য়া শিক্ষার্থীদের মাঝে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। বিদ্যা লাভের আশায় স্কুল-কলেজে পড়–য়া সনাতন ধর্ম্মালম্বী শিক্ষার্থীরাই এ দেবীর আরাধনা করে থাকে। আসছে ৪ঠা ফেব্র“য়ারী মঙ্গলবার পঞ্চমী তিথিতে আবালবৃদ্ধাবণিতারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় প্রতিজ্ঞায় প্রহর গুনছে পুজার এই শুভ লগ্নে। স্বরসতী পুজো জমিয়ে তুলতে প্রতিমা তৈরী’র কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের বিভিন্ন জেলা হতে আগত মৃৎশিল্পীরা। এদিকে যতই দিন ঘনিয়ে আসছে ততই বিভিন্ন জেলা হতে আগত মৃৎশিল্পীরা নিখুঁত রং তুলিতে দেবীকে অপরুপ সাজে সাজিয়ে তুলছেন। কুমিল্লা মহানগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ কালীগাছতলা কালীবেদী ও শিব মন্দির প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রাম হতে আগত মৃৎশিল্পী রমেশ পাল জানান- বড় সাইজের স্বরসতী ১টি মূর্তি’র মূল্য ৫ হাজার টাকা, মাঝারি সাইজের ১টি মূর্তি’র মূল্য দেড় হাজার টাকা এবং ছোট সাইজের মূর্তি’র ৬শ টাকায় বিক্রি করছি। তাঁর সহযোগিরা হলেন- একই গ্রামের অনিল পাল, শংকর পাল, ঢাকা সাভার হতে আগত শ্যামল পাল ও কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের শুভ। এছাড়াও নগরী’র কাত্যায়নীকালী বাড়ী, বজ্রপুর, দেশওয়ালীপট্টিতে প্রতিমা তৈরী’র কাজ চলছে হরধুমছে।

Shamol Bangla Ads

অন্যদিকে, নগরীতে অস্থায়ী পূঁজো মন্ডপ তৈরী ও অপরুপ সাজ-সজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাজ-সজ্জা ও ফুলের দোকানের মালিক ও কর্মচারীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!