শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রতিনিধিদের সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৭ জানুয়ারী সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় মন্ত্রী-সাংসদের সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
অবশেষে সোমবার জারি করা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, ভবিষ্যতে কোন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পদস্থ কর্মকর্তারা বিভিন্ন জেলা, উপজেলা বা বিভিন্ন স্থান পরিদর্শনে গেলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। ওইসব কারণে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের সংবর্ধনায় আসতে বাধ্য করা হয়। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে পরিপত্র জারি করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসব সংবর্ধনা অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড় করিয়ে রাখার ফলে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর বিরূপ শারীরিক ও মানসিক চাপ পড়ছে। বিষয়টি সুষ্ঠু শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করছে, যা কোনভাবেই কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে কোন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করেয়ে না রাখতে শিক্ষা মন্ত্রণালয়ও আহŸান জানিয়েছে। সোমবার জাতীয় পাঠ্য পুস্তক বোর্ডে এক কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই আহŸান জানান। তিনি বলেন, এ ধরনের কাজ থেকে স্কুলের শিক্ষক, পরিচালনা কমিটি ও জনপ্রতিনিধিদের বিরত থাকতে হবে।
