মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ট্রাকের চাপায় মোস্তাফিজুর রহমান (৪২)নামে এক জন নিহত ও তিনজন আহত হয়েছেন। ২৭ জানুয়ারি সোমবার থানা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান গাইবান্দা জেলার পলাশবাড়ী এলাকার মৃত মহফিল উদ্দিন এর ছেলে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মৃত মোস্তাফিজুরের ছেলে মেহদী হাসান জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা সিলেটের দিকে যায়োর পথে থানা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার বাবা মারা যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মো: আবদুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে।
