মেহেরপুর প্রতিনিধি : স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ওয়ার্ড সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা। কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করে।