নওগাঁ সংবাদদাতা : নওগাঁর মান্দায় নওগাঁর মান্দায় রোগিবাহী একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় আলমগীর হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও কুসুম্বা হাজীপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে আলমগীর হোসেন নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা হবিবরের ইটভাটা নামকস্থানে পারাপারের সময় নওগাঁ শহরে অবস্থিত মুক্তি ক্লিনিকের রোগিবাহী একটি এ্যাম্বুলেন্স আলমগীরকে ধাক্কা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী জানান, এ্যাম্বুলেন্সটিতে মুমূর্ষু রোগি থাকায় শুধু কাগজপত্র সিজ করে সেটি ছেড়ে দেয়া হয়েছে।
