মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে পিয়াজ ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জানুয়ারী সোমবার দুপুরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে উপ-পরিদর্শক সমেন মৌত্র ও শহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ওই লাশ উদ্ধার করে।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার নরকোনা মাঠে পিয়াজের ক্ষেত থেকে নুর ইসলাম (৪৫) নামে ১জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । পুলিশের প্রাথমিক ধারনা তাকে শ্বাস রোধ করে হত্যা করে থাকতে পারে। স্থানীয়রা জানিয়েছে সে বিভিন্ন চুরির সাথে জরিত ছিল। নুরইসমলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার পাইককান্দী গ্রামের মোকসেক আলীর ছেলে বলে জানা গেছে । ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।