নওগাঁ সংবাদদাতা : নওগাঁর ধামইরহাটে খড়ি কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ডালের ফাঁসে আটকে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার সকালে ওই ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দেওয়ান জানান, উপজেলার উস্তমাবাদ গ্রামের মোখলেছ উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৩৫) বাড়ীর পার্শ্ববর্তী বাগানে আকাশমনি গাছে উঠে খড়ি কাটার কাজ করছিলেন। এসময় অসাবধানতা বশত পা ফসকে নীচে অন্য একটি গাছের দুই ডালের মাঝখানে গলা আটকে গেলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। পরে গ্রামের লোকেরা দেখতে পেয়ে চেয়ারম্যানকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।