চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা বিজিবি সোমবার ভোররাতে পৃথক দুটি অভিযানে ২১ লাখ ২৬ হাজার ৭৯৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি সামগ্রী উদ্ধার করেছে। দামুড়হুদার দর্শনা হঠাৎপাড়া ও কুতুবপুরে এ দুটি অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে তিনটার দিকে মুন্সীপুর বিওপির হাবিলদার মোহাম্মদ ওয়াহিদুরের নেতৃত্বে কুতুবপুর ঈদগা মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ২০০টি ভারতীয় ইমিটেশনের গলার চেইন, ১ হাজার ৬০০টি পুতির মালা, ২৫৪ জোড়া সিটি গোল্ডের বালা, ২ হাজার ৮০ জোড়া ইমিটেশনের কানের দুল, ১৬০ জোড়া সিটি গোল্ডের চুড়ি, ৪০০ জোড়া প্লাস্টিক চুড়ি, ১১ হাজার ৫০০ জোড়া ইমিটেশনের কানের রিং, ৪ হাজার ৪৩০ জোড়া ইমিটেশনের কানের টপ, ৬০৬ জোড়া চুলের ক্লিপ, ৭টি প্লাস্টিক চশমা, ১৬৫টি চুলের গার্ডার, ২টি গলার হার ও ৪টি মেকাপ বক্স উদ্ধার করে। যার মূল্য ২১ লাখ ২৩ হাজার ৯৫ টাকা।
সোমবার ভোর ৫টার দিকে দর্শনা বিওপির হাবিলদার শওকত আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা দর্শনার হঠাৎপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ১২০ কেজি ভারতীয় গমের ভূষি উদ্ধার করে। যার মূল্য ৩ হাজার ৭০০ টাকা।
