ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: দশম জাতীয় সংসদ হাত ছাড়া হলেও উপজেলায় বিএনপি’র ডজন খানেক সম্ভাব্য প্রার্থী উপজেলা নির্বাচনে দলীয় আর্শীবাদে ছুটছেন দ্বারে দ্বারে। কেউ বলছেন দলীয় আশীর্বাদ নিয়ে উপজেলা ভোটে ঝাঁপিয়ে পড়বেন কেউ আবার যে কোন মূল্যে হলেও ভোটে লড়বেন বলে মত প্রকাশ করেছেন।
বিএনপি থেকে যারা উপজেলা চেয়ারম্যান পদে ভোট করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন, বিএনপি উপজেলা শাখার সিনিয়ার সহ সভাপতি মাহাতাব উদ্দিন, সহসভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম, সহসভাপতি সহঃ অধ্যাপক আমিনুল হক, সহসভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সাধারন সম্পাদক মোজাম্মেল হক চুটু, জেলা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, বিএনপি থেকে বর্তমান ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, বিএনপি নেতা ও বর্তমান দলদলী ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুল, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি উপজেলা আহবায়ক ইয়াজদানী জর্জ, উপজেলা বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক আল হেলাল ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য ডাঃ আইনাল হক ।
এ দিকে যে যাই বলুক ২৭ জানুয়ারী বিএনপি’র দলীয় বর্ধিত সভায় কে পাবেন দলীয় সমর্থন তা নির্ধারণ হবে সময় সাপেক্ষে। তবে সাধারণ নেতাকর্মী-সমর্থকরা ও সাধারণ ভোটারেরা উপজেলা চেয়ারম্যানে নতুন মূখ দেখতে চান বলে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। এলাকাবাসী বলছে, বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস তার মেয়াদকালে কোন প্রকার দলীয় সহায়তাসহ এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারেননি বলে সমালোচনা করেছেন। এ দিকে আ’লীগ থেকে উপজেলা সভাপতি ওয়াজেদ আলী, সিনিয়ার সহসভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল হক, জেলা সহসভাপতি ডাঃ আশরাফুল হক চুনু, বর্তমান বিআরডিবি ও সাবেক ভোলাহাট ইউপি চেয়ারম্যান জেলা আ’লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেনের নাম শুনা যাচ্ছে। জামায়াতের উপজেলা আমির গোলাম কবির গোলাপ ও বর্তমান ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী (বর্তমানে জেল হাজতে)। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ জেলা সন্তান কমাণ্ডের যুগ্ম আহবায়ক ও ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির পিকু, জাপা থেকে মনিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যানে ভোট করবেন বলে শুনা যাচ্ছে। তবে কে আসছেন দলীয় আর্শীবাদ নিয়ে আর কে আসছেন বিদ্রোহী হয়ে মনোনয়ন পত্র প্রদানের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। #
ছবিক্যাপশন-
১.আব্দুল খালেক, ২. আমিনুল হক, ৩. বাবর আলী, ৪. চুনু ডাক্তার, ৫. চুটু, ৬. আল হেলাল, ৭. ইঞ্জি: আমিনুল, ৮. সাংবাদিক কবির, ৯. ডাঃ লোকমান আলী, ১০. মাহাতাব আলী, ১১. পুতুল, ১২. প্রভা: রাব্বুল, ১৩. রঞ্জু, ১৪. সুলতানা রাজিয়া, ১৫. ওয়াজেদ আলী, ১৬. ইয়াজদানী জর্জ, ১৭. ডাঃ আইনাল।