সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দেশে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনী তফশীল ঘোষনার মধ্যে নওগাঁ জেলার সাপাহার উপজেলার নাম থাকায় এই উপজেলার সর্বত্রই বইছে এখন নির্বাচনী হাওয়া। এলাকায় অনেকের মতে দেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ডবল ইমিয়েজে মাঠে নেমে এলাকা গরম করে তুলছে বিভিন্ন দলের নেতা কর্মীগন। এখন থেকেই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, সালাম আদান প্রদান, এলাকার ছোট ছোট হাট বাজারে চায়ের আড্ডা জমিয়ে নির্বাচনী প্রার্থীতা জাহির করছে। সে সাথে তাদের সমর্থক কর্মীরাও যেখানে সেখানে মানুষ জড়িয়ে একে অপরের সুনাম, দুর্নাম বর্ননা সহ চুটিয়ে আলাপচারিতা চালিয়ে যাচ্ছে। মানুষের এধরনের রিতি নীতী দেখে এবারে এ উপজেলার নির্বাচন যেন মহা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিক ভাবে প্রার্থী হিসেবে যাদের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান ক্ষমতাসিন দল আওয়ামীলিগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক ও তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী মন্ডল। প্রধান বিরোধী দল বি এন পি হতে উপজেলা সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আব্দুল বাকী। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, বিএনপির বাবু চৌধুরী, ছাত্র দলের আবুল হাসনাত, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ অজিফা বিবি। জাতীয় পার্টি থেকে এখনও কোন প্রার্থীর নাম শোনা যায়নি। প্রাথমিক পর্যায়ে একই দলের অনেক প্রার্থীর নাম শোনা গেলেও দু’এক দিনের মধ্যে দলীয় সিদ্ধান্ত অনুয়যায়ী প্রার্থী বাছাইয়ের পরে অনেকাংশে প্রার্থীর সংখ্যা কমে যেতে পারে বলেও অভিজ্ঞ মহল মনে করছেন।