সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে তাজপুর ইউনিয়নের শরাবাড়ী গ্রামে আদেশ আলী নামক ব্যক্তির বসতবাড়ী বাড়ী ভস্মিভুত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করছে প্রত্যক্ষদর্শীরা। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায় ,শনিবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে আমরা পাশের বাড়ীতে অবস্থান করছিলাম। ফলে কেউ হতাহত হয় নি, তবে আগুনে পুড়ে গেছে বসতবাড়ী,ধান বিক্রি করার নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৫ভরি স্বর্ণালংকার সহ সংসারের যাবতীয় আসবাবপত্র। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়,উপজেলা শহর থেকে মাত্র ৩কিঃমিঃ দুরুত্ব হওয়া সত্তে¡ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কোন সেবা পাওয়া সম্ভব হয় নি। সিংড়াবাসীর অনেক দিনের দাবী উপজেলা একটি ফায়ার সার্ভিস নির্মাণের। ফায়ার সার্ভিসের সুবিধা পেলে হয়ত ক্ষয় ক্ষতির পরিমান অনেক কম হত।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা কামরুল আহসান। তারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রাথমিক ভাবে উপজেলা ত্রাণ তহবিল হতে ২০০ কেজি চাল বরাদ্দ দেন এবং ২০ হাজার টাকা ও ঢেউটিন বরাদ্দের আশ্বাস দেন।
