শ্যামলবাংলা ডেস্ক : মুসলিম উম্মার শান্তি, ঐক্য, সুখ ও সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ২৬ জানুয়ারী রবিবার জোহর নামাজের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৩ দিনের ওই জমায়েত।

আখেরি মোনাজাত পরিচালনা করেন দিলির মাওলানা জোবায়েরুল হাসান। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলি এতে অংশ নেন। মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে দু’হাত তুলে মুসলিম উম্মার শান্তি, ঐক্য, সুখ ও সমৃদ্ধি চাওয়া হয়। ইজতেমা শেষ করে মুসলিদের অনেকে যাবেন চিলায়। মসজিদে মসজিদে থেকে তারা প্রচার করবেন ইসলাম ধর্মের বাণী।
শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ওইদিনই ইজতেমা ময়দানে জুমার নামাজে শরীক হন লাখ লাখ মুসলি। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে। ৭০ জোড়া তরুণ-তরুণীর এই বিয়েতে ছিল না কোনো আড়ম্বর অনুষ্ঠান। তবে বিয়ের সময় আনন্দঘন পরিবেশ তৈরি হয়। নতুন দম্পতিদের জন্য প্রাণভরে দোয়া করেছেন মুসলিরা। আনন্দের পাশাপাশি বেদনায়ও কেঁদেছেন অনেকে।
২ পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বে দেশের ৩২ জেলার মুসলিরা ইজতেমায় অংশ নিয়েছেন। বাকি জেলার মানুষ অংশ নেবেন দ্বিতীয় পর্বে।
