নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় হাটাব টেকপাড়া গ্রামের মোস্তফা মিয়াকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নারায়ণগঞ্জ মর্গে।
জানা যায়, গত ১০ বছর আগে টেকপাড়া গ্রামের মোস্তফা মিয়ার সাথে টেংরারটেক এলাকার নুরুল ইসলামের মেয়ে গুল আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোস্তফা মিয়া ও তার পরিবারের লোকজন গুল আক্তারকে তার পিতার কাছ থেকে যৌতুক এনে দেয়ার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করতো। স্বামীর ও তার পরিবারের লোকজনের চাপে পড়ে একাধিকবার পিতার বাড়ি থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা এনে দেন তার স্বামীর হাতে। এরপরও ব্যবসা করার জন্য আবারো ২ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য গুল আক্তারকে চাপ দিতে থাকে তার স্বামী ও পরিবারের লোকজন। স্বামীর চাহিদাকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর গত ৩/৪ মাস ধরে বিভিন্নভাবে গুল আক্তারকে নির্যাতন করত তার স্বামী ও পরিবারের লোকজন। স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে গুল আক্তার একাধিকবার বাবার বাড়িতে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ও এলাকার মুরুব্বিদের অনুরোধে প্রতিবারই স্বামীর সংসারে ফিরে আসেন তিনি। এরপর কয়েক দিন ভালো গেলেও আবারো যৌতুকের জন্য নির্যাতন করতে শুরু করে পাষণ্ড স্বামী।
নিহত গুল আক্তারের পিতা নুরুল ইসলাম জানান, মেয়ের সুখের জন্য বিয়ের সময়ও মোস্তফাকে ২ লাখ টাকা, স্বর্ণলংকার, টিভি, ফ্রিজসহ অনেক কিছু দিয়েছেন। কিন্তু বিয়ের পর থেকেই আরো যৌতুকের টাকার জন্য প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো বলে জানিয়েছিলেন তার মেয়ে। তারপরও মেয়ের সুখের কথা চিন্তা করে গত ২ বছরে বিভিন্ন সময় তার মেয়েজামাইকে আরো ২ লাখ ৬০ হাজার টাকা দিয়েছিলেন। নিহতের পিতা জানান, ব্যবসার নাম করে একাধিকবার টাকা নিলেও বন্ধু-বান্ধবের সাথে নেশা করে ও জুয়া খেলে সে টাকা পয়সা নষ্ট করে পুনরায় যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করতো। গত ২৪ জানুয়ারি সকাল থেকেই মোস্তফা মিয়া ও তার পরিবারের লোকজন পুনরায় যৌতুকের টাকা এনে দেয়ার জন্য নির্যাতন শুরু করে । দুপুরের দিকে মোস্তফা মিয়া তার স্ত্রী গুল আক্তারকে পিতার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে খাটের ওপর শুইয়ে গলা টিপে হত্যা করেন বলে জানান নিহতের পিতা। পরে স্থানীয় লোকজন ও এলাকাবাসী মোস্তাফা মিয়াকে আটক করে। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গুলো আক্তারের মৃতদেহ উদ্ধার করে তার স্বামী মোস্তফা মিয়াকে আটক করে।
রূপগঞ্জ থানার দারোগা ফরিদ আহমদ জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে আটক করা হয়েছে তার স্বামীকে। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই মোস্তফা মিয়ার আত্মীয়-স্বজনরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।
এ ব্যাপারে নিহতের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।