রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : নীলফামারী থেকে এসে বিয়ে করার দাবিতে মরিয়ম আক্তার নামের এক প্রেমিকা রামগঞ্জ উপজেলার ভাট্রা মাইজ পাড়া ধাইন্নার বাড়ির প্রেমিক মোঃ আকবর হোসেনের বাস ভবনে দীর্ঘ একমাস যাবত অনশন পালন করে যাচ্ছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমিকা মরিয়ম জানান, একবছর পূর্বে মোবাইলের মাধ্যমে ধাইন্নার বাড়ির শহিদ উল্যার ছেলে আকবরের সাথে তার পরিচয় মাধ্যমে মন দেওয়া-নেওয়া ঘটনা ঘটে। এক পর্যায়ে আকবর তাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেয়। হঠাৎ সে পিছুটান দিলে গত একমাস পূর্বে মরিয়ম ধাইন্নার বাড়িতে এসে প্রেমিক আকবরের বাসভবনে অবস্থান নেয়। শনিবার সরজমিনে ধাইন্নার বাড়িতে গিয়ে প্রেমিক আকবর হোসেন ও তার পিতা শহিদ উল্যাকে পাওয়া যায়নি। এসময় চাচা মনির হোসেন জানান, মরিয়মের অভিভাবকগন এলেই তাকে তুলে দেব। মরিয়মের ভাই হোসেন আলী মোবাইলে জানান, আমাদের না জানিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়া তার ঠিক হয়নি।
