রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা জগৎপুর গ্রামে আনোয়ার কবির বাচ্চুর মালিকানাধীন এ্যামি ডেইরী ফার্মে গত ১৮ জানুয়ারী শনিবার থেকে ২৬ জানুয়ারী রবিবার ২৬ জানুয়ারী এ যাবৎ অজ্ঞাত রোগে ৪২টি উন্নত জাতের গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ও বেশ কয়েকটি গরু বর্তমানে রোগাক্রান্ত রয়েছে ।
উপজেলা পশু সম্পদ ও মিল্ক ভিটার কর্মরত কয়েকজন ডাক্তার কয়েক দিন ধরে রোগাত্রুান্ত গরু পরীক্ষা-নিরীক্ষা করেও অজ্ঞাত রোগটি শনাক্ত করতে পারছে না। ডেইরি ফার্মের লোকজন জানান, অজ্ঞাত রোগে না,গো খাদ্যে কেহ শুত্রুতা করে বিষ প্রয়োগ করেছে সে বিষয়ে এখনো বলতে পারছে না। পরীক্ষার জন্য গরুর খাবার, মলমূত্র ঢাকায় পাঠানো হয়েছে। খামারের মালিক আনোয়ার কবির বাচ্চু জানান, গত ১৮ জানুয়ারী শনিবার রাতে হঠাৎ করে তার খামারের ৫টি বিদেশী উন্নত জাতের গরু আকস্মিক ফ্লোরে পড়ে মারা যায়। গতকাল রোববার পর্যন্ত তার ৪২টি গরু অসুস্থ হয়ে সঠিক চিকিৎসার অভাবে মারা গেছে । উপজেলা মিল্কভিটা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত একটি গরু জবাই করে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেও রোগটি শনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে জানতে চাহিলে খামারের মালিক জানান, তার খামারে আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।। খামারে গরুর মড়ক লাগার কারনে তার কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
